ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/Accident.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. হোসেন সরকার জানান, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা কৌশিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন