কাঁধে ডাকাত নেওয়া সেই দুই পুলিশ সদস্য পাচ্ছেন পুরস্কার

পুলিশের কাঁধে ডাকাত শিরোনামে গত শুক্রবার রাতে সংবাদ প্রকাশিত হয় যুগান্তর অনলাইন সংস্করণে। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই পুলিশ সদস্যকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই রুপন নাথ, এএসআই কামরুল ইসলাম, পুলিশ সদস্য মো. জাফর ও মো. রানা।

ডাকাতকে কাঁধে নেওয়া এএসআই কামরুল ইসলামকে পুরস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ পুরস্কার আমাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। পুলিশ সবসময়ই জনগণের বন্ধু।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানান, প্রতিটি ভালো কাজে আমরা পুরস্কৃত করে থাকি। এ পুরস্কারে যেন অন্যান্য পুলিশ সদস্যরা অনুপ্রাণিত হন, তাই আমরা নাসিরনগরে ডাকাত ধরে প্রশংসিত হওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছি। আগামী কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গোপন সংবাদের ভিত্তিতে জীবন ডাকাতকে গ্রেফতারের অভিযানে যায় এসআই রুপন নাথের নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাওড়ের মাঝে ধানখেতের মধ্য মিয়ে দৌড়ে পালাতে শুরু করে জীবন ডাকাত।

পুলিশও জীবন ডাকাতের পিছু পিছু দৌড়াতে থাকে। একপর্যায়ে আটক হয় জীবন ডাকাত। কিন্তু আটকের পর জীবন ডাকাত হেঁটে আসতে না চাইলে এএসআই কামরুল তাকে কাঁধে করে নিয়ে আসেন।