ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের হল চত্বরে মানববন্ধন ও জয় বাংলা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্ত্বরে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.)। যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সা.) নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।
মানববন্ধনে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।