মঠবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে গুজব

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে ভুয়া সংবাদ ও গুজব সৃষ্টি হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি ছড়িয়ে পড়ে।

Sanjib Samadder Liton নামে একজনের ফেসবুক আইডি থেকে মঠবাড়িয়ায় ১৮ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়।

ওই স্ট্যাটাসে লেখা হয়, বাংলাদেশ সেবাশ্রম মঠবাড়িয়া, সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে আগামী ১৮/১১/২০২১ তারিখ বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল (এমপি) মহোদয় মঠবাড়িয়ায় আসার সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত। আমন্ত্রনে শ্রী বাবুল কৃষ্ণ হাওলাদার, সভাপতি বাংলাদেশ সেবাশ্রম,মঠবাড়িয়া ও সাধারণ সম্পাদক শ্রী সঞ্জীব কুমার সমাদ্দার লিটন।

এ ব্যাপারে সঞ্জীব কুমার সমাদ্দারকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায় নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, উল্লেখিত তারিখে মঠবাড়িয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমনের বিষয়টি আমরা অবগত নই।