মানিকগঞ্জের মিতরা-বরুন্ডি সড়কে স্কুলবাস মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মানিকগঞ্জ সদরের বেতিলা- মিতরা ইউনিয়নের মিতরা-বরুন্ডি সড়কে স্কুলবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিংগাইরের মো. শ্রাবণ (২০) নামের এক যুবক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১ টার দিকে। নিহতের বাড়ী সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামে। তিনি ওই গ্রামের ওহাব আলীর ছেলে।

জানা গেছে, মো. শ্রাবন (২০) বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ সদরে যাওয়ার পথে মিতরা- বরুন্ডি সড়কের বাঙ্গালা বাজার এলাকায় পৌছলে সদরের বেউথা জেনিথ কিন্ডারগার্টেনের স্কুলবাসের (ঢাকা মেট্রো -জ ১১-০১০৮) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় শ্রাবণকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, নিহতের বাড়ি সিংগাইর থানায় হলেও ঘটনাটি ঘটেছে সদর থানা এলাকায়। তাই ওই থানা থেকেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।