যশোরের মণিরামপুরের ১৬ ইউনিয়নে নৌকা পেলেন যাঁরা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর-২০২১) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

তৃতীয় ধাপের নির্বাচনে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ ইউনিয়নে যাঁরা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন- ১ নম্বর রোহিতা ইউনিয়নে মোঃ হাফিজ উদ্দীন, ২ নম্বর কাশিমনগর ইউনিয়নে মোঃ তৌহিদুর রহমান, ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে আসমাতুন্নাহার, ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়নে মোঃ এরশাদ আলী সরদার, ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নে বিপদ ভঞ্জন পাড়ে, ৬ নম্বর মণিরামপুর সদর ইউনিয়নে মোঃ এয়াকুব আলী, ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে মোঃ আব্দুল আলীম জিন্নাহ, ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে মোঃ সামছুল হক মন্টু, ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে মোঃ আবুল হোসেন, ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নে মোঃ আবুল ইসলাম, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে মোঃ আলমগীর হোসেন, ১৩ নম্বর খাঁনপুর ইউনিয়নে মোঃ আবুল কালাম আজাদ, ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নে মোঃ মাযাহারুল আনোয়ার, ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নে শেখর চন্দ্র রায়, ১৬ নম্বর নেহালপুর ইউনিয়নে এম এম ফারুক হুসাইন ও ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে মোঃ মশিয়ুর রহমান।

উল্লেখ্য, আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।