যুক্তরাষ্ট্রের খপ্পর থেকে বেরিয়ে চীনবলয়ে ঢুকে পড়ছে পাকিস্তান

একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রভাববলয় থেকে বেরিয়ে চীনের বলয়ে ঢুকে পড়ছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থা মার্কিন কংগ্রেসকে সতর্ক করে বলেছে, পাকিস্তান এ প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং ২০১৯ সালের মধ্যেই পুরোপুরি চীনাবলয়ে ঢুকে পড়বে।

একে দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল আর. কোটস মঙ্গলবার সিনেটের গোয়েন্দা কমিটিতে বার্ষিক এ রিপোর্ট উপস্থাপন করেন।

এতে সারা বিশ্বে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কী ধরনের হুমকির মুখে রয়েছে তা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। মার্কিন সিনেট

যে ১৭টি গোয়েন্দা সংস্থা এ রিপোর্ট তৈরি করেছে তার মধ্যে সিআইএ, এফবিআই, এনএসএসহ মার্কিন সেনা গোয়েন্দা সংস্থা রয়েছে।

রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা ভারত, আফগানিস্তান ও মার্কিন স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করবে এবং পাকিস্তানে নিরাপদ আশ্রয়ের সুযোগ নেয়া অব্যাহত রাখবে।

পাকিস্তানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়নে বলা হয়েছে, ইসলামাবাদ পরমাণু অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এতে ওই এলাকায় নতুন করে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাচ্ছে।