যুক্তরাষ্ট্রে বাফেলো বন্দুক হামলার ১ বছর, পতাকা অর্ধনমিত থাকবে নিউইয়র্কে

যুক্তরাষ্ট্রের নিউয়র্কের গভর্নর ক্যাথি হকুল ঘোষণা করেছেন রোববার (১৪ মে) স্টেটে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বাফেলো শুটিংয়ের এক বছর পূর্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। এছাড়াও স্টেটের প্রধান প্রধান স্থাপনাগুলো কমলা রঙে আলোকিত করা হবে।

হোয়াইট সুপ্রিমেসি ভাবনা থেকে হওয়া ঘৃণ্য ওই হামলার নিন্দা আমাদের করতেই হবে, বলেন গভর্নর। এক বিবৃতিতে তিনি বলেন, আমার নিজের শহরের মানুষগুলোর জন্য সেখানে পরিবারগুলোর যারা প্রিয়জনকে হারিয়েছেন ওই হামলায় তাদের জন্য আমি হৃদয় থেকে বেদনা অনুভব করি। পূর্ববাফেলোর যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পাশে আমরা থাকবো।

প্রধান প্রধান স্থাপনা যেখানে কমলা রঙ ছড়ানো হবে সেগুলো হচ্ছে-
– ওয়াল ট্রেড সেন্টার
– কসিয়াসকো ব্রিজ
– দ্য এইচ কার্ল ম্যাককাল এসইউএনওয়া বিল্ডিং
– আলফ্রেড ই. স্মিথ স্টেট অফিস বিল্ডিং
– এমপায়ার স্টেট প্লাজা
– নায়াগ্রা ফলস
– গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল
– অলবেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গেটওয়ে
– এমটিএ-এলআইআরআর পেন স্টেশন
– ফেয়ারপোর্ট লিফ্ট ব্রিজ

২০২২ সালের ১৪ মে বাফেলোর টপস ফ্রেন্ডলি মার্কেটে ভয়াবহ ওই বন্দুক হামলা চালানো হয়। জাতিগত বিদ্বেষ থেকেই এক শ্বেতাঙ্গ যুবক ওই হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে ওই বন্দুকধারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।

ওই ঘটনার পর নিউইয়র্ক কর্তৃপক্ষ ২১ বছরের নিচে কারো কাছে আধাস্বয়ংক্রিয় অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আনে।
জুনে প্রেসিডেন্ট কিছু কিছু শর্ত শিথিল করে অস্ত্র সহিংসতা বিলে স্বাক্ষর করেন।