যুক্তরাষ্ট্র বেলুন ভূপাতিত করায় চীনের ‘তীব্র অসন্তোষ’: এএফপি

উত্তর আমেরিকার আকাশে ভেসে বেড়ানো চীনের ‘গোয়েন্দা’ বেলুন ভূপাতিত করার ঘটনায় ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছে বেইজিং। বেলুনটি ভূপাতিত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ‘মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক রীতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে’ বলে অভিযোগ করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘মনুষ্যবিহীন বেসামরিক এয়ারশিপে হামলার জন্য যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের ঘটনায় তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানাচ্ছে চীন।’ এ ঘটনায় ‘প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানোর অধিকার চীনের রয়েছে’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্র শনিবার ক্যারোলিনা উপকূলে চীনা ‘গোয়েন্দা’ বেলুনটি গুলি করে ভূপাতিত করে। বেলুনটি মার্কিন বিমান বাহিনীর এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বেলুন ভূপাতিত করার অভিযানকে ‘ইচ্ছাকৃত ও আইনসম্মত পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, চীন ‘অগ্রহণযোগ্যভাবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করায়’ এই পদক্ষেপ নিতে হয়েছে।