যুদ্ধের মধ্যেই ইউক্রেনীয় তরুণীর ভিডিও ভাইরাল

মার্তা ভাসুয়াতা একজন ২০ বছর বয়সীয় ইউক্রেনীয় তরুণী।

তার বয়সী অনেকের মতই টিকটকে একাউন্ট আছে মার্তার।

এক সপ্তাহ আগ পর্যন্তও মার্তার মাত্র কয়েকশ ফলোয়ার ছিল। এর আগে সে শুধু জীবনযাপনের ভিডিও পোস্ট করত বা নিজের পছন্দের গানের সঙ্গে ঠোঁট মেলাত।

তবে রাশিয়া ইউক্রেনে হামলার পর অবস্থা পালটে গেছে। হামলার সময় সে যুক্তরাজ্যে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল।

গণমাধ্যমে কিয়েভে রাশিয়ার বোমা বর্ষণের ভিডিওগুলো তিনি দেখেন। এরপরেই তিনি একজন টিকটক ইনফ্ল্যুয়েন্সারে পরিণত হন।

২৩ ফেব্রুয়ারি থেকে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভিডিও পোস্ট করা শুরু করেন। এই ভিডিওগুলো টিকটকে ১০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

ইউক্রেনে যুদ্ধ নিয়ে টিকটকে একটা নির্দিষ্ট বয়সের মানুষের জন্য মার্তা প্রধান খবরের উৎস হয়ে উঠেছেন।

মার্তা বলেন, আমি শুধু মানুষকে এটাই বলতে চাই যে ইউক্রেনীয়দের সমস্যা শুধু তাদের নয় বরং সারা বিশ্বের।

মার্তা ইউক্রেনীয় ইংরেজি এবং রাশান ভাষায় কথা বলতে পারদর্শী।

ভিডিওগুলোর সত্যতাও নিশ্চিত করেন মার্তা।

এদিকে হাল ছাড়েননি প্রেসিডেন্ট জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি আবারও রুশ বাহিনীকে প্রতিরোধে ইউক্রেনের মানুষকে লড়াইয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় মানুষদের নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার ডাক দেন তিনি।

তিনি বলেন, যারা যারা আমার কথা শুনছেন, সবার প্রতি অনুরোধ থাকবে, শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নিজেদের অধিকারের জন্য লড়াই করুন। তারা নিরীহ মানুষের ওপর বোমা মারছে। আমাদের শিশুদের হত্যা করছে। স্কুল-কলেজ সব জায়গায় হামলা চালাচ্ছে।

এদিকে, ইউক্রেনে রুশ অভিযানের পর দেশটিতে অন্তত সাড়ে তিনশো বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন সাতশোর বেশি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওএইচসিএইচআর।