যে কারণে বিলুপ্ত হতে পারে মানবসভ্যতা

সমুদ্রের তলায় থাকা বিভিন্ন প্রজাতির বিলুপ্তির কারণ জানা গেছে। পৃথিবীর ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে পৃথিবীর সঙ্গে প্রায়ই ধাক্কা লাগে মহাকাশে থাকা বিভিন্ন গ্রহাণু। প্রায় ৪.৫ বিলিয়ন বছর ধরেই এহেন একটি ঘটনায় আজ বিলুপ্তির পথে সমুদ্রের তলায় থাকা নানা সামুদ্রিক প্রজাতি।

গবেষকরা জানিয়েছেন, প্রায় বেশির ভাগ গ্রহাণুগুলোর আয়তন প্রায় ১ কিলোমিটার। কিন্তু বর্তমানে এই গ্রহাণুগুলোর আয়তন মাত্র ১৪০ মিটার। এগুলো পৃথিবীর জন্য বিপর্যয় নেমে আসতে পারে। ১০০ মিলিয়ন বছরে এই ঘটনাটি একবার হয়। কিন্তু পরবর্তীকালে এই ঘটনাটি ঘটলে ধ্বংস হয়ে যেতে পারে মানবসভ্যতা। সেই প্রভাব যেকোনো মুহূর্তে হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরক্ষা করার কোনো ব্যবস্থা নেই পৃথিবীতে। যার ফলে এই ধরনের ঘটনায় মৃত্যু অবশ্যম্ভাবী। তবে, এই বিষয়টিকে রোধ করতে গেলে রাজনীতিবিদ এবং স্পেস এজেন্সির সহযোগিতা প্রয়োজন। কারণ এটি প্রতিরোধ করতে গেলে খরচ করতে হবে প্রায় ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ইউরো।