লালমনিরহাটের কালীগঞ্জে পঁচা মাংস বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জে পঁচা-বাসি ছাগলের মাংস বিক্রি করায় দুই কসাইয়ের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্যান্য মাংস ব্যবসায়ীদের সতর্ক দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে এ অভিযান চালিয়ে দুই ব্যবসায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী অফিসার জহির ইমাম।

দণ্ডপ্রাপ্ত দুই কসাইরা হলে, সুকানদিঘী বাজারের মোঃ রফিকুল ইসলাম (৫৫) ও মোঃ মফিজুল ইসলাম (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাংসের দোকানে পঁচা ও বাসি মাংস বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ভ্রম্যামাণ আদালতে অভিযান চালিয়ে দুই (কসাই) মাংস বিক্রেতার দোকানে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের অপরাধ না করে সেজন্য সতর্ক করে দেওয়া হয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম, বলেন পঁচা ও বাসি মাংস বিক্রির দায়ে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটি দুটি কে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।