শিশু হত্যার দায়ে গরু গ্রেফতার!

১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস স্টেটের নিকটবর্তী একটি খামারে।

জানা গেছে, ওই শিশুটিকে এমনভাবে গরুটি আক্রমণ করে যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। হত্যার দায়ে কোনও প্রাণীকে গ্রেফতার করা এই প্রথম নয়। এর আগেও একটি বাচ্চা ভেড়াকে একই অভিযোগে গ্রেফতার করেছিল সুদানের পুলিশ। সাজা হিসাবে ভেড়াটিকে মিলিটারি ক্যাম্পে তিন বছরের জন্য রাখা হয়েছে। অ্যাধিউ চ্যাপিং নামে এক মহিলাকে হত্যার অভিযোগে ভেড়াটিকে গ্রেফতার করা হয়।

সুদানের আইন অনুযায়ী, কোনও পশুর আক্রমণে কেউ মারা গেলে তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয়। সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সেই পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই প্রথাই চলে এসেছে সুদানে।
সূত্র- এনডিটিভি, জিও টিভি।