সাইনবোর্ডের অক্ষরের মতোই ঝরে পড়ছে প্রাণ

রাজশাহীর পুঠিয়ার ভারুয়াপাড়া লেভেল ক্রসিং! গেটম্যান নেই। পথচারীদের সাবধানতার জন্য একটি সাইনবোর্ড দেওয়া আছে, কংক্রিটের। কবেকার তৈরি, তা কেউ বলতে পারে না। হয়তো ব্রিটিশ আমলের। তা থেকে এত দিনে প্রায় সব অক্ষর ঝরে পড়েছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। সেটাই বোঝা গেল গতকাল শুক্রবার সকালে।

রেললাইনের ওপর একটি ট্রাক্টরের মাথা ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনটা ছিটকে গিয়ে পড়ল পাশের জঙ্গলে। সঙ্গে চালকও। অপর পাশে পড়ে রইল ট্রলিটা। ইঞ্জিনটা দুমড়ে-মুচড়ে গেছে। আর চালকের শারীরিক অবস্থার বর্ণনা দেওয়ার মতো নয়। প্রায়ই এ রকম লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে। ঝরে পড়ছে প্রাণ।

এই চালকের নাম এজাজুল (৩৫)। বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায়। তিনি নিজেই ট্রাক্টরের মালিক ছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকটি ট্রাক্টর নিয়ে এই এলাকায় মাটি ভরাটের কাজে এসেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন ঈশ্বরদী রেলওয়ে থানার এসআই জোবায়ের আরেফিন। তবে তাঁর আসার আগেই সঙ্গে থাকা শ্রমিকেরা মরদেহটি নিয়ে চলে যায়।