সাতক্ষীরার কালীগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশ! ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর কারাদণ্ড

সাতক্ষীরার কালীগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য মিশানোর অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধলবাড়ি ইউনিয়নে গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত চিংড়ি আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়, সাবু, তেলাকচু পাতার রসসহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশানো ১শ’ কেজি চিংড়ি জব্দ করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসম্মুখে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করেছি। এছাড়া ব্যবসায়ী গোলাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরো ১০ দিনের কাড়াদন্ড প্রাদান করেছেন বলে জানান তিনি।