সাতক্ষীরায় আলোচনা সভা ও স্টান্ডিং র‌্যালিতে কুষ্ঠ দিবস উদযাপন

‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ শ্লোগানে বিশ্ব কৃুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও স্ট্যান্ডিং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিস চত্বরে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আয়োজনে স্টান্ডিং র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বেসরকারি সংগঠন সিএসএস পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।

বক্তারা বলেন, আগে কুষ্ঠ রোগীদের ডাকা হতো না। তাদের আলাদা করে রাখা হতো। কিন্তু চিকিৎসার মাধ্যমে কুষ্ঠ রোগ ভালো হয়। সকল কুষ্ঠ রোগীর চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। সকলের সহযোগিতা আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে কুষ্ঠ মুক্ত ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে ১০ জন কুষ্ঠ রোগীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলায় ২৩ জন কুষ্ঠ রোগী আছে তাদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে।