সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

পুলিশই জনতা জনতাই পুলিশ, “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল হতেই ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি।

অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক ডা.মনোয়ার হোসেন, পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা মো. বেলাযেত হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সহ.সভাপতি ও কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বারলু, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, বেনজির হোসেন হেলাল, রবিউল হাসান, বিশাখা তপন শাহা, অধ্যাপক এমএ কালামসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন- ‘সাতক্ষীরায় ২০১৩ সালের মত অসাম্প্রদায়িক চেতনা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, আমরা সকল পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটিকে সাথে নিয়ে মোকাবিলা করবো।’

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন- ‘আজ কমিউনিটি পুলিশিং দিবসে আমাদের অঙ্গিকার হোক মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তি এক হয়ে সাতক্ষীরাসহ বাংলাদেশকে নাশকতা ও সন্ত্রাসমুক্ত রাখা।’

পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা যুবলীগের সাবেক সভাপতি জোসনা আরা খাতুন।