সিলেটে বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলীর ইন্তেকাল : মুক্তিযোদ্ধার প্রজন্ম’র শোক

সিলেটের বিশ্বনাথের সাবেক অলংকারী ইউনিয়নের এবং বর্তমান বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কামালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলী বুধবার ১ ডিসেম্বর সকাল ৭টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)।
তার লাল মুক্তিবার্তা নং- ৫০১০৯০০৬৫, গ্যাজেট নং-১৩৬৯ ও পরিচিতি নং- ০১৯১০০০৫০৯০।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে ও ভাই বোনসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

বিকেলে গ্রামের মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় বলে থানার ওসি গাজী আতাউর রহমান জানান।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারণ সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।