হাজার মাইল দূর থেকে আগুন টের পাওয়া সম্ভব : প্রযুক্তিমন্ত্রী

বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল প্রযুক্তিবিদদের পরামর্শ নেয়ার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (৩০ মার্চ) রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, হাজার মাইল দূর থেকেও টের পাওয়া সম্ভব কোথাও আগুন লাগার মত পরিস্থিতি তৈরি হয়েছে বা লেগেছে কি না। ভবন নির্মাতারা যদি প্রযুক্তিবিদদের পরামর্শ নিয়ে কাজ করেন তবে আর আগুন লাগার সম্ভাবনা থাকবে না।

তিনি আরও বলেন, বিল্ডিং কোড মেনে প্রত্যেকটি বিল্ডিং তৈরি করতে হবে এখন থেকে। আমি নিশ্চিত সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে।