১০ আগস্টের টি‌কিটের জন্য কমলাপুর যেন জনসমুদ্র

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ১০ আগস্টের আগাম টিকিট বিক্রি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ আরও চারটি স্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হয়। ভোর ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে ১০ আগস্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ টিকিট বিক্রি।

মধ্যরাত থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট পেতে দীর্ঘলাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারও মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ কষ্ট মেনে নেন তারা।

আজকের দিনসহ টানা চতুর্থ দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ ১০ আগস্টের টিকিট বিক্রির পর ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের অগ্রিম টিকিট।

ঢাকার যে পাঁচটি রেলস্টেশনে টিকিট বিক্রি হচ্ছে সেগুলো হলো- কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন।

আজ (১ আগস্ট) মোট ২৭ হাজার ৮৮৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। এরমধ্যে ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি হচ্ছে ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে। বাকি ১৩ হাজার ৯৪২ টিকিট অনলাইনে রেল সেবা অ্যাপসের মাধ্যমে বিক্রি হবে।