১২ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তবে, আগামী ১২ ঘণ্টার মধ্যে শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ মে) সকালে সময় সংবাদকে এ কথা জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। এ সময় আগামী তিন দিন সারাদেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এতে বেশ কয়েকদিন ধরে চলা দাবদাহ কমে স্বস্তি ফিরবে নগরজীবনে। তবে চলতি মাসের ১৬ তারিখ থেকে আবারো দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।