১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনা টেস্টের ফলাফলে মোট ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ এবং ১৭১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ল্যাবের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার এ তথ্য নিশ্চিত করেন।

ল্যাব সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলের মধ্যে যশোরের ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের পজিটিভ, মাগুরার ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের পজিটিভ, বাগেরহাটের ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের পজিটিভ এবং সাতক্ষীরার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের মাধ্যমে জানা যাবে বলে যবিপ্রবি ল্যাব কর্তৃপক্ষ জানান।