২০২০ এশিয়া কাপ হবে পাকিস্তানে

প্রায় ১০ বছর ধরে নিজেদের মাটিতে ক্রিকেটের বড় কোন ইভেন্ট আয়োজনে ব্যর্থ পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে বন্ধু দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েও কাছে পায়নি পাকিস্তান। যদিও মাঝপথে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পিসিবির কথা সায় দেয়। তবুও দুরত্ব বজায় রাখে অন্যান্য দলগুলো।

তারপরও অবাক করা তথ্য হচ্ছে, ২০২০ এশিয়া কাপের আয়োজক দেশ হতে চলেছে পাকিস্তান। মঙ্গলবার সিঙ্গাপুরে বসা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে এমনটাই ঘোষণা আসে।

এসিসির সভায় পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মনি এবং ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান।

সভা শেষে পাকিস্তানের এক মুখপাত্র জানান, পাকিস্তানের কোন কোন শহরে ম্যাচগুলো আয়োজিত হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে অতি দ্রুতই এ বিষয়ে জানানো হবে।

এখন প্রশ্ন হতে পারে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ায় আদৌ ভারত অংশ নিবে? সে প্রশ্ন কিন্তু রয়ে যায়।

উল্লেখ্য, পাকিস্তানে সবশেষ এশিয়া কাপের আসর বসে ২০০৮ সালে। সেটি ছিল ওয়ানডে ফরম্যাটে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ২০১৮ সালের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হলেও ২০২০ এশিয়া হবে টি-টোয়েন্টি ফরম্যাটের আদলে।