২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন ট্রাম্প; নিউিইয়র্ক পোস্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি ২৪ ঘণ্টার মধ্যেই থামিয়ে দিতে পারেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, তার মধ্যস্থতা দিয়েই মাত্র একদিনে এই যুদ্ধের ইতি টানা সম্ভব। যদিও এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট কীভাবে এই দুরূহ কাজ করবেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি।
এসময় ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়েও কথা বলেছেন ট্রাম্প।

তার মতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তিনি আলাপ করলেই বিষয়টা বেশ সহজ হয়ে যেত।

ট্রাম্প বলেছেন, ‌‘যদি এই সমস্যা সমাধান না হয়। আমি এটা পুতিন ও জেলেনস্কির সাথে কথা বলে সহজেই ২৪ ঘণ্টায় সমাধান করে দেব। তবে আমি আপনাকে বলতে চাই না কীভাবে সেটা করবো।’ ‘তবে এই সমঝোতা বেশ সহজ। আমি এটা একদিনের মধ্যেই সমাধান করতে পারবো।’

এক বছরের বেশি সময় ধরে চলছে রুশ ও ইউক্রেন সংঘাত। প্রথমদিকে কিছু সমঝোতা আলাপ হলেও বর্তমানে কোনো পক্ষই আর সেদিকে হাঁটছে না। সুত্র: নিউিইয়র্ক পোস্ট