৩০,০০০ কোটি টাকায় চেলসিকে কেনার প্রস্তাব সৌদি ব্যবসায়ীর

৩০ হাজার কোটি টাকায় ইংলিশ ফুটবল ক্লাব চেলসিকে কেনার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের বৃহত্তম মিডিয়া গ্রুপ। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের সম্পদ জব্দ করেছে পশ্চিমা দেশগুলো। তারই অংশ হিসেবে চেলসির মালিক রোমান আব্রামোভিচের সম্পদ জব্দ করেছে ব্রিটেন।

এতে বাজেট সংকটে পড়েছে চেলসি। তারা এখন মরিয়া হয়ে নতুন মালিক খোঁজার চেষ্টা চালাচ্ছে।

শনিবার প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে, চেলসির পরিচালক পদ থেকে বহিষ্কার করা হয়েছে রুশ ধনকুবের আব্রামোভিচকে। বর্তমানে বিশেষ লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করছে চেলসি।

সৌদির মিডিয়া মালিক মোহামেদ আলখেরেজি চেলসি ক্রয়ের প্রস্তাব দিয়েছেন। মিরর জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং হোল্ডিং গ্রুপের প্রধান নির্বাহী মোহামেদ আলখেরেজি ব্যক্তিগতভাবেও চেলসির ভক্ত। লন্ডনে পড়াশুনা করেছেন। লন্ডনে একটি ব্যাংকে বিশ্লেষক হিসেবে চাকরিও করেছেন।

প্রাইভেট কনসোর্টিয়ামের মাধ্যমে তিনি এখন চেলসি ক্রয়ের চেষ্টা করছেন।