৪ দিনে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৩৭১ পুরুষ শ্রমিক

চার দিনের ব্যবধানে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৩৭১ জন পুরুষ শ্রমিক। এরমধ্যে গত ৩ অক্টোবর ১৪৪ জন, ৫ অক্টোবর ১১৭ জন এবং রবিবার (৭ অক্টোবর) ১১০ জন পুরুষ শ্রমিক দেশে এসেছেন।

বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসভি ৮০৬) প্রায় ১৫০ জন শ্রমিক দেশে ফিরেছেন। তবে তাদের মধ্যে ১১০ জন প্রবাসী কল্যাণ ডেস্কে নিবন্ধন করেছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিরে আসা শ্রমিকরা বলছেন, রবিবার তারা একসঙ্গে ১৫০ জন দেশে ফিরে এসেছেন। ফিরে আসা শ্রমিকদের প্রায় সবারই অভিযোগ, সৌদি সরকার তাদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। সেখানে কথা শোনার মতো কেউ নেই।

সৌদি ফেরত বগুড়ার আবু ইউসুফ বলেন, ‘সৌদি সরকার রাস্তা থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ধরে তাদের জেলে দিচ্ছে। সেদেশে দেশে ফেরার অপেক্ষায় আছে আরও কমপক্ষে হাজার খানেক শ্রমিক।

নিবন্ধিত সংখ্যার বাইরেও সৌদি আরব থেকে আরও শ্রমিক বিভিন্ন ফ্লাইটে দেশে ফিরছেন বলেও জানান তিনি।