৮৯ বছরের রেকর্ড ভাঙার পথে রোনালদো

সিরি এ লিগে ১৯২৯ সালে এক মৌসুমে ৩৬টি গোল করেছিলেন গিনো রোসেত্তি। ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে সেই রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন।

ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন রোনালদো। অতীতে স্প্যানিশ লিগের অনেক রেকর্ড ভেঙেছেন তিনি। তাই ফুটবল বিশেষজ্ঞদের বিশ্বাস এবারের সিরি এ লিগেও এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন ক্রিশ্চিয়ানো।

স্প্যানিশ লিগে শেষ নয়, মৌসুম পর্তুগিজ তারকা গড়ে ৩৪টি করে গোল করেছেন। সর্বশেষ মৌসুমে রিয়ালের হয়ে ৪০টির বেশি গোল করেছেন রোনালদো। অনেকেই মনে করছেন সিরি এ লিগের এবারের আসরে নতুন রেকর্ড গড়বেন রোনালদো।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে গত মাসের শুরুতে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্তাসের জার্সিতে প্রথম ম্যাচে গোল পাননি সিআর সেভেন। শনিবার দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে লাজিও বিরুদ্ধে মাঠে নামছেন রোনালদো। জুভেন্তাসের জার্সিতে রোনালদোর ম্যাজিক দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।