কুড়ির পর কি সত্যিই যৌন আবেদন কমে যায় মহিলাদের? আসল সত্যিটা জানলে চমকে উঠবেন
নারীদের নাকি কুড়ি বছর অতিক্রম হলেই যৌন আবেদন কমে যায়৷ নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে অধিকাংশ পুরুষই এমন ভাব পোষণ করেন৷
হু উই আর নামের এক নতুন এক গবেষণা মূলক বই কিউপিড নামের একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রয়না করা হয়েছে সম্প্রতি৷ ক্রিশ্চিয়ান রাডার নামের এক লেখক এই ওয়েবসাইটটির সহ প্রতিষ্ঠাতা৷ এতে মানুষ পরস্পরকে কিভাবে দেখে তার কথাই বলে রয়েছে৷ এই বইটিতেই প্রকাশিত হয়েছে যে একজন পুরুষ মনে মনে একজন ২২ বছর বয়সী মহিলাকে ২০ বছর বয়সি মহিলার থেকে কম আবেদনময়ী হিসেবে মনে করে থাকেন৷
এই বইটিতে লেখা রয়েছে, ৫০ বছর পর্যন্ত যে কোন পুরুষ ২০ থেকে ২৪ বছয় বয়সি নারীকেই সবচেয়ে বেশি আকর্ষণীয়া বলে মনে করে থাকেন৷ তেমনই, ৩৯ বছর পর্যন্ত মহিলারা তার চেয়ে একবছর কম বয়সি পুরুষদের বেশি পছন্দ করে থাকেন৷ এমনকি ৫০ বছর বয়সী মহিলাদের কাছেও ৪৬ বয়সি পুরুষরা বেশি আকর্ষণীয় হয়ে থাকেন৷
বইটির লেখক জানিয়েছেন, মানুষদের মতামত নিয়েই তিনি এই গবেষমা করেছেন৷ কিন্তু বাস্তব জীবনে তারা আদৌ এগুলি মেনে চলছেন কিনা তা অনুসন্ধান করা হয়নি৷ আদতে বাস্তবে দেখা গেছে, ৪০ বছরের যেকোনো পুরুষ ৩০ থেকে ৩৫ বছর বয়সি মহিলার সঙ্গেই সম্পর্ক স্থাপন করছেন৷
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন