বিয়ের দু’সপ্তাহ কেটেছে বিছানায়, ঘর থেকে বের হয়নি : সোফিয়া
সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ন্যাসিনী হয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন। কিন্তু, বেশিদিন থাকতে পারননি। এবছরই ধুমধাম সহ রোমানিয়ান বয়ফ্রেন্ড ভ্ল্যাড স্ট্যানেসকুকে বিয়ে করেছেন সোফিয়া হায়াত।
তবে, কেন বিয়ে করলেন আর বিয়ের পর নতুন সঙ্গীর সঙ্গে কেমন কেটেছে দিনগুলি। তা পরিষ্কার করলেন সোফিয়া। জানালেন, তার বিয়ে করার একটুও ইচ্ছে ছিল না। তবে একটা সময়ের পর মনে হতে থাকে যে, তারা দুজনে একে অন্যের পরিপূরক।
তাদের সম্পর্কের মধ্যে দৈবিক বিষয় রয়েছে। বিয়ে করার পক্ষে তার আরও যুক্তি, তিনি উপলব্ধি করেন ভ্ল্যাডের সঙ্গে তার সম্পর্ক জন্ম জন্মান্তরের। আগের জন্মে ভ্ল্যাড তার ছেলে ছিল। তার আগের জন্মে ভাই। এজন্মে তাকে স্বামী হিসেবে পেয়েছেন।
বিয়ের পর প্রথম দুসপ্তাহ নাকি ঘরের বাইরে যাননি সোফিয়া ও ভ্ল্যাড। বিছানাতেই কাটিয়েছেন। সোফিয়ার কথায়, তিনি এর আগে অনেকের সঙ্গে মিলিত হয়েছেন। তবে এরকম অনুভূতি আগে হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন