ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন মৌড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার মো. শোয়েব জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ভোর ৪টার দিকে ছেড়ে যায়। মৌড়াইল রেলক্রসিংয়ের সামনে বিকট শব্দে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনসহ তিনটি বগি রেখে অপর একটি ইঞ্জিন যুক্ত করে বাকি বগিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় তূর্ণা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















