নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির দিকনির্দেশনায় ও গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় নিজ অর্থায়নে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার ৬নং ওয়াড ও কুদুর মার্কেট এলাকায় সম্প্রতি এই খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, ৬নং ওয়াডের মেম্বার আব্দুল কাইয়ূম, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মো. জিলানী, আওয়ামী লীগ নেতা মহন, নবী হোসেন, জয়নাল হাজারী, দেলওয়ার হোসেন, এড. আনোয়ার, রনী, ফয়জল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন