নওগাঁর মান্দায় প্রণোদনার সার ও বীজ বিতারণ করছেন প্রকৃত কৃষকের মাঝে
নওগাঁর মান্দায় প্রকৃতি কৃষকের মাঝে রবি শস্য সরিষার জন্য বরাদ্দকৃত কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণে করা হয়েছে প্রকিতৃ কৃষিকের মাঝে । জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলাজুড়ে ৪ হাজার ৮শ জনকে কৃষি প্রণোদনার সার ও সরিষা বীজ দেয়া হচ্ছে। এসব রবি শস্যের সার, বীজ পেয়ে খুশি কৃষকেরা।
মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা শায়লা শারমিন প্রকৃতি কৃষকের কার্ড দেখে জাচায় বাচায় করে যারা প্রকৃতি কৃষক তাদেরকে প্রণোদনার সার ও বীজ প্রদান করছেন। এতে করে প্রকৃত কৃষকরা এসব প্রণোদনার সুবিধা পেয়ে খুশি হয়ে বর্তমান সরকার ও কৃষি কর্মকর্তাকে সাধুবাদ জানাই তারা। সরজমিনে উপজেলায় গিয়ে খুজ খবর নিয়ে জানা গেছে যারা প্রকৃতি কৃষক তাদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতারণ করে যাচ্ছেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা ।
মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা সহ উপজেলার বেশ কয়েক জন চেয়ারম্যান জানান, আমাদের ইউনিয়ন সরকারের দেওয়া প্রণোদনার সুবিধা পেয়েছে বেশ কিছু কৃষিকেরা। কিন্তু ইউনিয়ন কৃষি কমিটির মোট বরাদ্দের তালিকায় স্বাক্ষর করে কৃষি কর্মকর্তা সুষ্ঠু ভাবে সার ও বীজ প্রদান করছেন বলে জানান তারা।
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, নিয়ম মেনেই রবি মৌসুমের সার, বীজ বিতরণ করা হচ্ছে। কোনো অনিয়ম বা দুর্নীতি এখানে হতে দেওয়া যাবে না। তবে প্রকৃত কৃষকরা প্রণোদনার সার, বীজ পেয়ে সরকারকে সাধুবাদ জানাই পৃকিত কৃষিকেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন