কসবায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল ব্যাহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/train20170611113234.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সোয়া এক ঘণ্টা আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে কসবা রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কসবা রেলওয়ে স্টেশনের অদূরে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। এর ফলে চট্টগ্রাম-ঢাকা আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
পরে নতুন ইঞ্জন লাগানোর পর সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে কসবা রেলওয়ে স্টেশন ছেড়ে আসে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন