নারায়ণগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মো. ছায়েদ (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর ওই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ছায়েদ সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ডা. মোস্তফা কামালের বাড়ির কেয়ারটেকার। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন গায়েছড়া এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ছায়েদ মঙ্গলবার সকালে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ঘটনা জানতে পেরে ভুক্তভোগী শিশুর মা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, থানায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















