নারায়ণগঞ্জে রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। এসময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে এ অভিযান শুরু হয়েছে। অভিযান এখনও চলছে। অস্ত্র ও গোলা-বারুদের সংখ্যা বাড়তে পারে।
এসময় পানির নিচ থেকে ৭০টি এম-১৬ রাইফেল, ৪০টি ম্যাগজিন, ২টি রকেট লঞ্চার, শতাধিক গ্রেনেড ও বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে। অস্ত্র ও গোলা-বারুদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি মাহামুদুল হাসান ও রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের সিসিল পার্কে বালুর নিচ থেকে দুটি অত্যাধুনিক এলএমজি উদ্ধার করে পুলিশ। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানে নামে পুলিশ। এসময় একই ৫নং সেক্টরের ৫নং ক্যানেলের পানির নিচে অস্ত্রের তথ্য পায় পুলিশ। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে সকাল ৭টায় অভিযান শুরু করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন