নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/পানিতে-ডুবে-মৃত্যু.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরী দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ১৩ বছর বয়সী চাঁদনী আক্তার ও ১১ বছর বয়সী সায়মা আক্তার।
তাদের বাড়ি রূপগঞ্জের তালাসপুরে। তারা পরিবারের সাথে বড়ালু এলাকায় ভাড়া থাকতেন।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে স্থানীয় গনি মিয়ার পুকুরে গোসল করতে যায় দুই বোন।
তাদের মধ্যে প্রথমে একজন পানিতে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে যায় আরেক বোন। তবে তারা কেউ সাঁতার জানতো না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকেই মৃত্যু ঘোষণা করেন।
সেখান থেকে তাদের লাশ নিয়ে বাড়িতে নিয়ে চলে যায় পরিবারের সদস্যরা। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পরিবারের সদস্যরা জানায় দুই বোনই সাঁতার জানতো না তবুুও মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে পুলিশ একটি অপমৃত্যু মামলা করে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন