উড়িষ্যায় আঘাতের পরই দুর্বল হয়ে পড়েছে ‘ফণী’

বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের পূর্বাঞ্চলের উপকূলীয় রাজ্য উড়িষ্যাতে আঘাতের পরই দুর্বল হয়ে পড়েছে।

শুক্রবার দেশটির আবহাওয়া দফতরের মহাপরিচালক কে জে রমেশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

শুরুতে ঘূর্ণিঝড় ফণীকে ‘এক্সট্রিমলি সিভিয়ার’ বলা হলেও এখন সেটি ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে’ পরিণত হয়েছে। শক্তিক্ষয় করে এই অবস্থাতেই পশ্চিবঙ্গ অতিক্রম করবে ফণী। এরপর বাংলাদেশে প্রবেশের সময় আরও দুর্বল হয়ে পড়বে।

কে জে রমেশ বলেন, ‘শুক্রবার সকালে উড়িষ্যায় আঘাত হানার পর ফণী দুর্বল হয়ে এখন পশ্চিমবঙ্গ রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে।’

তিনি বলেন, ‘ফণীর প্রভাবে উড়িষ্যায় প্রবল বৃষ্টি হচ্ছে। এখনও শক্তিশালী বাতাস অব্যাহত রয়েছে। ১০ লাখ মানুষকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।’

রমেশ বলেন, ‘শুক্রবার সকালে আঘাত হানার পরই ফণী দুর্বল হতে শুরু করে এবং এই দুর্বল অবস্থাতেই আগামীকাল শনিবার বিকেলের দিকে বাংলাদেশে প্রবেশ করবে।’

তিনি আরও বলেন, ‘এপ্রিলজুড়ে ঘূর্ণিঝড় ফণী যতটা স্থায়ী, আগে এমনটি ঘটেনি।’

ভারতের দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফণী স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টার দিকে উড়িষ্যাতে আঘাত হানে। রাজ্যের পর্যটক পুরীতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায়। বাকি ১৫ জেলারও বেশিরভাগ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে।

উড়িষ্যা রাজ্য সরকার বলেছে, সতর্কতামূলক আগে থেকেই ১১ লাখ মানুষকে নিরাপদের সরিয়ে নেয়া হয়। এরপরও তিনজন নিহত হয়েছেন।

ফণীর আঘাতে রাজ্যের বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উড়িষ্যায় তাণ্ডব চালিয়ে ফণী পশ্চিমবঙ্গের দিকে আগ্রসর হচ্ছে। এর প্রভাবে অন্ধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গেও ঝড়ো বাতাস বইছে।