কলারোয়ায় এইচএসসিতে শীর্ষে সোনার বাংলা ডিগ্রী কলেজ

সাতক্ষীরা : কলারোয়ার সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রী কলেজ এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির এ বছর পাশের হার ৬৫.৩৫%। ১৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৮৩ জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন শিক্ষার্থী।

এদিকে এবার উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় শতকরা পাশের হার ৪৮.২৪%। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। উপজেলার ১১টি কলেজ, ১টি টেকনিক্যাল কলেজ ও ৪টি মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেয়া ২০৪০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৯৮৪জন শিক্ষার্থী।

উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলে দেখা গেছে- বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ৭৫, পাস ৪৪, পাশের হার ৫৮.৬৬%, জিপিএ৫- ২জন। কলারোয়া সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ৬৩৩, পাস ৩০১, ফেল ৩৩২, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৪৭.৫৫%। শেখ আমানুল্লাহ কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ২৯৫ জন, পাস-১১৮, ফেল ১৭৭, পাশের হার ৪০%, জিপিএ৫- ৪জন। বঙ্গবন্ধু মহিলা কলেজে মোট-৮২জন, পাস ১৯, ফেল ৬৩, পাশের হার ২৩.১৭%। কাজিরহাট কলেজে মোট-১৪৭, পাস ৭৬, ফেল ৭১, পাশের হার ৫১.৭০, জিপিএ৫- ১জন। চন্দনপুর কলেজে মোট ১১৩, পাস ৫২, ফেল ৬১, হার ৪৬.০১%, জিপিএ৫- ১জন। খালেদা জিয়া কলেজে মোট ২৪০, পাস-১৪০, ফেল ১০০, হার ৫৮.৩৩%, হাজি নাসিরউদ্দীন কলেজে মোট ১৫৩, পাস ৪৭, ফেল ১০৬, হার ৩০.৭১%, জিপিএ৫- ২জন। হাবিব কলেজে মোট ৮ জন, পাস ৫ জন, ফেল ৩ জন, হার ৬২.৫%। শেখ মুজিবর রহমান কলেজে মোট ১৪ জন, পাস ৫জন, ফেল ৯জন, হার ৩৫.৭১%। হেলতলা টেকনিক্যাল কলেজে মোট ৩৪, পাশ করেছে ২৮, ফেল ৬, জিপিএ৫- ৪। হামিদপুর মাদারাসা থেকে ১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯জন। কলারোয়া আলিয়া মাদরাসা থেকে ৪১জনের মধ্যে ৩১জন পাশ করেছে। কাকডাঙ্গা মাদরাসা থেকে ২৩জন পরীক্ষার্থীর মধ্যে ১২জন পাশ করেছে। জিপিএ৫- ১জন। এবং বুঝতলা মাদারাসা থেকে ৩৩জনের মধ্যে ১৫জন উত্তীর্ণ হয়েছে।