মাগুরায় বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : সোমবার মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর তীরে পূজা মন্দির প্রাঙ্গনে রাউতড়া ঋষি পাড়া পূজা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজী আব্দুল হক মেমোরিয়াল কল্যান ফাউন্ডেশন, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন (ডি এস কে এফ) ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম) মাগুরা জেলা শাখার যৌথ আয়োজনে সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক দলিত জনগোষ্ঠিদেরকে নিয়ে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন শিশু শ্রম রোধ, নারী ও শিশু পাচার রোধ, এইচ আইভি এইডস, য²া প্রতিরোধ শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধ এবং তামাকজাত দ্রব্য ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনা সৃষ্টির শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার এলাকার প্রায় ২৫/২৬ টি পরিবারের ৫০ উর্ধে নারী পুরুষ সদস্য গণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনজিও কোঅর্ডিনেটর আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম খবির অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম খবির, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রধান শিক্ষক রাউতড়া আর্ট স্কুল। প্রভাসক দীলিপ বিশ্বাস, রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক পুরহিত সমিতি মাগুরা জেলা, মনিরুল আলম গুড্ডু, সমাজ সেবক রাউতড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তম কুমার দাস মন্টু, সাধারণ সম্পাদক দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন (বিডিইআরএম), মাগুরা জেলা শাখা। এছাড়া উপস্থিত ছিলেন মনি কুমার দাস, রবি চন্দ্র দাস, নান্টু কুমার দাস, দীপাল রানী দাস। মিন্টু কুমার দাস, বিপ্লব কুমার দাস সাধন কুমার দাস, অশোক কুমার দাস প্রমুখ।