শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষকরা!

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার ঘটনায় গণ-ছাঁটাইয়ের মুখে পড়েছেন নাইজেরিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

সম্প্রতি ছয় বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের পরীক্ষায় শিক্ষকদের এ লজ্জাজনক অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটে। খবর বিবিসির।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়।

এ পরীক্ষায় মোট শিক্ষকদের দুই-তৃতীয়াংশ, ২১ হজার ৭৮০ জন ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাননি।

কাঙ্ক্ষিত মান প্রমাণ করতে না পারায় এসব শিক্ষককে বাদ দিয়ে পরিবর্তে ২৫ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য কর্তৃপক্ষ।

রাজ্যের রাজধানী কাদুনাতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে রাজ্য গভর্নর নাসির এল রুফাই এ তথ্য জানান।

তিনি বলেন, পুরাতন শিক্ষকদের ছাঁটাইয়ের পাশাপাশি নতুন করে শিক্ষক নিয়োগ ও রাজ্যের বিভিন্ন অংশে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।