৫০০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারত

৫০০ পুলিশ কর্মকর্তার (আইপিএস) বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডিজিপি, আইজিপি র‍্যাংকের কর্তারাও রয়েছেন।

যে সকল আইপিএস অফিসার তাদের সম্পত্তির হিসেব দেননি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। এমনকি তাদের প্রমোশনও আটকে যেতে পারে। সরকারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, অল ইন্ডিয়া সার্ভিস কনডাক্ট রুলস, ১৯৬৮ অনুযায়ী ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অন্তর্গত সব অফিসারকেই প্রত্যেক বছর (৩১ জানুয়ারি) এক নির্দিষ্ট ফরম্যাটে সম্পত্তির হিসেব দিতে হয়। কিন্তু ২০১৭ সালের ৩১ মার্চের রিপোর্টে ৩ হাজার ৯০৫ জন অফিসারের মধ্যে সম্পত্তির হিসেব দিয়েছেন ৩ হাজার ৩৯০ জন। বাকি যারা হিসেব জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের তালিকায় রয়েছেন পুলিশের আইজি, ডিজি, অ্যাডিশনাল ডিজিসহ একাধিক অফিসার। শুধু যারা সম্পত্তির হিসেব সংক্রান্ত ফাইল জমা দেননি, তাদের কাছ থেকেই এই সংক্রান্ত ব্যাখ্যা চাওয়া হয়েছে। রিটার্ন ফাইল করার জন্য একটি ফর্মও প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে নগদ টাকা, ব্যাংকের ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, বীমা, পিএফ ব্যাংকের ঋণসহ সব ডিটেলস (বিস্তারিত) দিতে হবে।

এমনকি গাড়ি, সোনা-গয়না যাবতীয় সব কিছুরই হিসেব তাদের দিতে হবে। পরিবারের কারা কারা তাদের ওপর নির্ভরশীল সেই খতিয়ানও সরকারকে দেখাতে হবে।