ফতুল্লায় টায়ার কারখানার গোডাউনে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের পাশে একটি টায়ার কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার সকাল ৮টার দিকে ইস্ট এশিয়ান কক্স নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও ঢাকার সাতটি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















