ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরত আরও একজনের দেহে করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা আরও এক বাংলাদেশির (৫৪) দেহে করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৬ মে) সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ নিয়ে ভারতফেরত দুজন করোনা পজিটিভ হয়েছেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ওই ব্যক্তি সম্প্রতি আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন। তাকে শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
গত বুধবার (১২ মে) তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত শনিবার (১৫ মে) রাতে নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। তাৎক্ষণিক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।
মোহাম্মদ একরাম উল্লাহ আরও বলেন, ওই ব্যক্তির শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এর আগে ভারতফেরত এক নারীর করোনা পজিটিভ হয়েছিল। তার করোনার ফলাফল নেগেটিভ এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন