অবশেষে নতুন অধিনায়কসহ বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

অবশেষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবেই তিনি থাকছেন।

শনিবার (১৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে নির্বাচক, বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সাকিবের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এই ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের আগের বোর্ড সভায় এটা সিদ্ধান্ত নেওয়া ছিল। আজকে আবার আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমাদের বোর্ড সভাপতি ছিলেন, নির্বাচকরাও ছিলেন।

আমরা সামনের কয়টা সিরিজের জন্য সাকিবকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। এনিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার।
সাকিবের অধীনে ২১ ম্যাচের ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এশিয়া কাপের দল

সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান এবং তাসকিন আহমেদ।