‘আওয়ামী লীগ সরকার সাংবাদিকবান্ধব’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সাংবাদিকবান্ধব সরকার।’

শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘হলুদ সাংবাদিকতা নয়, সমাজের সঠিক চিত্র তুলে ধরাই সংবাদপত্র ও সাংবাদিকদের কর্তব্য। সরকারের ইতিবাচক সমালোচনা করে ভুলক্রটি ধরিয়ে দিয়ে উন্নয়নের মহাযাত্রায় সাংবাদিকরাও অংশ নিতে পারেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দুই মাসও নাই। হয় ডিসেম্বরের শেষাশেষি, কিংবা জানুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হইতেই হবে। এইডা সাংবিধানিক বাধ্যবাধকতা। এখন আমার যদ্দুর মনে হইতেছে, নির্বাচন আমারই করতে হবে ফরিদপুর শহরে। এখনো বলতে পারি না, যে আমারে ভোট দিয়েন। এখনো বলতে হবে যে নৌকায় ভোট দিয়েন।’

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে এ আলোচনা সভায় কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এবং ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা।