আয়ারল্যান্ডে গর্ভপাতে গণভোট

গর্ভপাত নিয়ে নিষেধাজ্ঞা সংশোধনে আগামী মে’তে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। এ গণভোটের মধ্য দিয়েই স্পষ্ট হবে গর্ভপাত নিয়ে নিষেধাজ্ঞার বিষয়ে সংবিধানের সংশোধনী বাতিল করা হবে কিনা।

আয়ারল্যান্ডে গর্ভপাতকে অবৈধ ঘোষণা করে ১৯৮৩ সালে আইন পাস হয়। আইন অনুসারে দেশটিতে শুধু তখনই একজন নারী গর্ভপাত করাতে পারেন, যখন তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তবে ধর্ষণের কারণে গর্ভধারণ করা নারীরা সেখানে মারাত্মক হুমকির মধ্যে আছেন। খবর দ্য গার্ডিয়ানের। আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন, আয়ারল্যান্ডে গর্ভপাত নিষেধাজ্ঞা সংস্কারের জন্য তিনি প্রচার-প্রচারণা চালাবেন।

দেশটির সংবিধান অনুসারে কোনো সংশোধনী গণভোটের মাধ্যমে সংশোধন করা হয়। এ পরিস্থিতিতে ভোটের আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাটর্নিস্টিক গর্ভপাতের অনুমতি দিতে একটি আইনের খসড়া সংসদে উত্থাপন করার উদ্যোগ নিয়েছেন।