কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে-মোতাহার হোসেন এমপি

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ফলে কম সময়ে এবং কম খরচে জমিতে কৃষকরা বেশি ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছে। যার ফলে মান্ধাতার আমলের হালচাষ বাদ দিয়ে কৃষকরা যান্ত্রিক উপায়ে চাষাবাদে ঝুঁকছেন।

রোববার উপজেলার পশ্চিম নওদাবাস এলাকায় ৮০ জন কৃষকের রাইস ট্্রান্সপ্লান্টার মাধ্যমে ১৫০ একর জমির বোরো ধানের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক প্রমুখ।