স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন কর্মময় শিক্ষা- বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি

লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেছেন,”স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন কর্মময় শিক্ষা”। বিটিটিআই কর্মময় শিক্ষাদানে ভূমিকা রাখছে।

গত শনিবার লালমনিরহাটের হাতীবান্ধায় গাড়ি চালানো, বিদুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত এবং প্লাম্বিং কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় টিকার বাংলাদেশ প্রতিনিধি শেভকি মেরত বারিস এবং সহকারী প্রতিনিধি মোহাম্মেত আলি আরমান, বিটিটিআইয়ের চেয়ারম্যান কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদসহ আরও অনেকে।

উল্লেখ্য, বেকার সমস্যার সমাধানের তুর্কিয়ের সরকারি দাতা সংস্থা টিকার উদ্যোগে লালমনিরহাটের বড়খাতায় পরিচালিত বাংলাদেশ তুর্কি টেকনিক্যাল ইন্সটিটিউট (বিটিটিআই) উদ্যোগে গাড়ি চালানো, বিদুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত এবং প্লাম্বিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।এছাড়াও বিটিটিআই কম্পিউটার, বিদেশি ভাষা শিক্ষা ও সেলাই প্রশিক্ষণ দিয়ে আসছে।