লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এ মহড়ায় অংশ নেয়। মহড়া শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ছনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমূখ।