খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় পানিতে ডুবে নুসরাত জাহান(১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতী নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

জানাযায়, মৃত নুসরাত জাহান ঢাকার মিরপুর-১৪ এর মো: কাউসার আলমের মেয়ে। ঢাকা থেকে মাটিরাঙ্গার বেলছড়িতে মামার বাড়ি বেড়াতে এসেছিলো।

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, সকালে নুসরাতসহ ৫জন সহপাঠী মিলে নদীতে গোসল করতে নামে। এর মধ্যে নুসরাতসহ ২জন পানিতে ডুবে যায়। বাকী সহপাঠীদের চিৎকার শুনে আশপাশের লোকজন পানিতে নেমে প্রথমে একজনকে জীবিত উদ্ধার করেন।

এরিই মধ্যে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীদের জানানো হলে তারাও ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যোগ দেয়। এক ঘন্টা চেষ্টার পর নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় নিখোঁজ নুসরাত জাহানকে ১ঘন্টা পর উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার (২৮ আগস্ট) সকালে ৫জন মিলে নদীতে গোসল করতে গিয়ে দুই জন ডুবে যায়। পরে স্থানীয়রা চিৎকার শুনে নদীতে নেমে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর নুসরাত জাহান(১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।